নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পর ভোলার লালমোহনে বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়াম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লালমোহন ও তজুমদিনের সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বেলা ১২ টায় জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর উপস্থিত অতিথিদের পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন। লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি তাহারা হাফিজের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সংগঠনিক সম্পাদক আ খ ম কুদ্দুস রহমান বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রহমত উল্লাহ ভোলা জেলার বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর ভোলা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ভোলা শফিউল রহমান কিরণ ভোলা জেলার সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের ঐক্যমতের মাধ্যমে নেতা নির্বাচন সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন বর্তমান উপদেষ্টা পরিষদ প্রত্যাশা পুড়ে ব্যর্থ হয়েছেন। এ উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ ের দোসর রয়েছে। মেজর হাফিজ আরো বলেন নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়