মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া উপজেলা প্রতিনিধি (নোয়াখালী)
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপকূলীয় মেঘনায় বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা ৪ জন জেলের মধ্যে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে নৌপুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় একজনের লাশ উদ্ধার করে। তার প্রায় আনুমানিক ২ ঘন্টা পর আরেক জনের লাশ উদ্ধার করে স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটেছে হাতিয়া উপজেলার ৩নং সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে মেঘনা নদীতে সোমবার রাত আনুমানিক ৩ টায়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া নলচিরা নৌ ফাঁড়ির উপ- পুলিশ পরিদর্শক মোঃ ফয়সাল উদ্দিন। তিনি আরো বলেন, ভোর রাতে মাছ ধরার জন্য ছোট্ট একটি ট্রলার হাতিয়ার সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে মেঘনা মোহনায় মাছ ধরা অবস্থায় একটি বালু বোঝাই বাল্কহেড মাছের ট্রলারকে ধাক্কা দেয়। এতে ওই ট্রলারে থাকা ৪ জেলের মধ্যে আফসার মাঝি (৪০) ও আব্দুর রহমান (৩০) কে পাশ্ববর্তী জামশেদ মাঝির ট্রলারের জেলেরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরক্ষণে খবর পেয়ে আমরা ( নৌপুলিশ সদস্যরা) ঘটনাস্থলে গিয়ে জেলে এবং স্থানীয়দের সহায়তায় মাইন উদ্দিন ওরফে শাকিব (১৭) নামীয় এক জেলের লাশ উদ্ধার করি। তার প্রায় আনুমানিক ২ ঘন্টা পর জেল এবং স্থানীয়দের সহায়তায় আরাফাত উদ্দিন (১৮) নামীয় আরেক জেলের লাশ উদ্ধার করা হয়। নিহত মাইন উদ্দিন শাকিব হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শুল্লুকিয়া গ্ৰামের মনির উদ্দিনের ছেলে। নিহত আরেকজন আরাফাত উদ্দিন সুখচর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। এবং বাল্কহেডের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন, কোস্টগার্ড ও নৌ পুলিশের টিম গুলো।