মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে
শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নূরজাহান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে মনোহরদী পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাবেক সভাপতি রায়হান উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সবুজ আলী।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস,মনোহরদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম মোহাম্মদ আরিফ প্রমূখ।
এ সময় নবগঠিত কমিটির অন্যান্য সম্পাদকমন্ডলী,দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর সেলস্ ম্যানেজার,মার্কেটিং অফিসার-সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।