মোঃ শাহেদ উদ্দিন
স্টাফ রিপোর্টার
নোয়াখালী হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে গ্ৰাম আদালতের উপর সচেতনতা মূলক নাটক ভিডিও প্রদর্শন করা হয়েছে।
এতে প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, গ্ৰাম আদালতের কি ধরনের বিচার আর কি ভাবে করা হয় তার একটি ভিডিও চিত্র প্রদর্শনী করা হয় বড় পর্দায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা গ্ৰাম আদালতের সমন্বয়কারী আশ্রাফ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুখচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাকের উদ্দিন, বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম উদ্দিন। সাংবাদিক হানিফ উদ্দিন সাকিব, সাংবাদিক মোঃ শাহেদ উদ্দিন, এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপস্থিত অনেকে গ্ৰাম আদালতের সুফল উল্লেখ করে বলেন, অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার গ্ৰাম আদালতে পাওয়া যায়। ফৌজদারি ও দেওয়ানি বিভিন্ন বিরোধ সহজে মিটিয়ে দেওয়া হয়। তাই তো বক্তারা গ্ৰাম আদালতের উপর ইউনিয়ন বাসীকে ভরসা রাখার আহ্বান জানান।
নাটকটিতে গ্ৰামের ছোট ছোট সমস্যা নিয়ে আদালত কিংবা থানায় অভিযোগ না করে প্রতিকারের জন্য গ্ৰাম আদালতে সরণাপন্ন হতে উদ্বুদ্ধ করা হয়।
এতে করে উচ্চ আদালতে মামলার জট যেমন কমবে তেমনি বাড়ির কাছের গ্ৰাম আদালতে বিনা খরচে কম সময়ে সঠিক বিচার পেতে পারেন ভুক্তভোগীরা।
এমন চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
ভিডিও চিত্র প্রদর্শনী শেষে উপস্থিত সবাইকে কুইজের মাধ্যমে প্রশ্ন করে বিজয় ১ম ১০ জনকে পুরুস্কার দেওয়া হয়।