মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি’র নিয়মিত নির্বাচনী প্রচার প্রচারণায় জনসাধারণের এক অভূতপূর্ব সাড়া বিরাজমান। সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ০১ আসনের এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি নির্বাচনী প্রচারণায় বেশ তুঙ্গে রয়েছে। নিয়মিত তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জনসাধারণের সাথে মতবিনিময় ও নানা সমস্যার কথা গুলো অধীর আগ্রহে ও মনোযোগ দিয়ে শুনছেন। সকল পেশা ও শ্রেণীর মানুষের মনের আবেগ অনুভূতি গুলো বোঝার চেষ্টা করছেন। জনসাধারণও দিন দিন মো শাহ আলম বকসি কে আপন করে নিচ্ছেন।
তার নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে! ১৩ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব সফিপুর বাজারে ব্যাপক গণসংযোগ পথসভা করেন। সফিপুর বাজারের সকল ব্যবসায়ী দোকানদারদের সাথে মতবিনিময় করেন এবং হাজার হাজার জনসাধারণের সাথে মতবিনিময় করেন। মো শাহ আলম বকসি’র আন্তরিকতা ও সৌজন্যবোধ এবং তার মাধুর্য মানুষের মনে জায়গা করে নিচ্ছে। অসংখ্য মানুষের সাথে গণসংযোগ করার পরে সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক পথসভার আয়োজন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ০১ (কালিয়াকৈর) আসনের এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সেক্রেটারি মো শফিউদ্দিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি মো আনিসুর রহমান বিশ্বাস। আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য মো আব্দুল জলিল আকন