1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে গরুর খামারের প্রায় ১ লাখ টাকারও বেশি খর পুড়িয়ে ফেলেছে দূর্বৃত্তরা

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

 

মো:জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

 

দীর্ঘ ১১ বছর জাপানে খামারে কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে খামার করতে চেয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মহসীন মিয়া। বাংলাদেশে এসে প্রথমে তিনি ঢাকায় রেস্টুরেন্ট ব্যবসা দেন সেখানে সন্তোষজনক লাভবান না হওয়ায় পরে নিজ গ্রামে এসে নিজের জায়গায় গড়ে তুলেন ‘নাহার এগ্রো ফার্ম’ নামে গরু ও হাসেঁর খামার।

প্রথম দুই বছরে ২৪ লাখ টাকা লোকসানের বিপরীতে আবার ঘুরে দাঁড়ানোর জন্য খামারের গরুর জন্য প্রায় ১ লক্ষ টাকারও বেশি খর ক্রয় করেন। সেই খরগুলো কে বা কাহারা রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দেয়। এবিষয়ে মতলব উত্তর থানার অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় বাদী মো মহসীন মিয়ার মালিকানাধীন একটি গবাদিপশু (গরুর) খামার আছে। উক্ত খামারে ছোট বড় ১৯ টি মোটাতাজা গরু আছে। গরুকে খাওয়ানোর জন্য খামারের পূর্ব পাশে ১৮৬ বোজা খড়ের পারা দেওয়া ছিল। ঘটনার তারিখ রাত ৭ তারিখ দিবাগত অনুমান ০২.০০ ঘটিকার সময় সবকিছু ঠিকঠাক দেখে আমি ঘুমাইতে যাই। রাত অনুমান ০৩.৩০-০৪.০০ ঘটিকার সময় ১নং সাক্ষী মো: শাহাজালাল ঘটনাস্থলে আমার খড়ের পারায় আগুন দেখিয়া আমাকে ডাকাডাকি করিয়া ঘুম থেকে ডেকে তোলে।

আমি ঘুম থেকে উঠে দেখি খড়ের পারায় আগুন জ্বলতেছে। পরবর্তীতে আমি আমার গরুর খামারে রক্ষিত বিপদ সংকেত (হর্ণ) বাজাইতে থাকিলে উপরোক্ত অপরাপর সাক্ষীরা সহ আরো লোকজন ঘটনাস্থলে আসিয়া উক্ত আগুন নিভাইতে সক্ষম হয়। অজ্ঞাতনামা লোক/লোকেরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার লক্ষে রাতের অন্ধকারে খড়ের পারায় আগুন দিয়ে অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। আমি অজ্ঞাতনামা লোকদের নাম পরিচয় সনাক্ত করিতে পারিনাই। অজ্ঞাতনামা লোক লোকদের এমন কর্মকান্ডে আমি ভীত ও আতংকিত এবং নিরাপত্তাহীনতায় ভূগিতেছি।

অজ্ঞাতনামা লোকদের কর্তৃক ভবিষৎতে আমার গরুর খামারের বড় ধরনের ক্ষতির আশংকা বিরাজমান। ঘটনার বিষয়ে স্থানীয় লোকজনকে অবহিত করিয়া অজ্ঞাতনামা লোক/লোকদেরকে সনাক্ত করিয়া আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য উক্ত অভিযোগ দায়ের করিলাম। তদন্তে ঘটনার সত্যতা প্রকাশ পাইবে। উল্লেখ্য যে, আমার বসত বাড়ীর জায়গার পাশ দিয়ে চলাচলের রাস্তা নিয়ে পার্শ্ববর্তী লোকজনের সাথে কিছুটা বিরোধ সৃষ্টি হয়।

এবিষয়ে এলাকাবাসী বলেন দোষী ব্যক্তি যে বা যাহারাই হোক না কেন তাদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট