1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

নোয়াখালী সেনবাগ থানার সাবেক ওসি মিজান হলেন মামলার আসামি

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

 

মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি

 

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের কৃত একটি মামলার প্রধান আসামি হলেন মিজানুর রহমান, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এমন বিস্ময়কর ঘটনায় প্রশাসনের ভেতরে-বাইরে শুরু হয়েছে জোর আলোচনা ও সমালোচনা। সংশ্লিষ্ট মহলে উঠেছে নানান প্রশ্ন—একজন এজাহার ভুক্ত আসামি কীভাবে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন?

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি,জামায়াত নেতা কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও ‘ক্রসফায়ার’-এর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গত বছরের ১৮ আগস্ট সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন বিএনপি নেতা নুরনবী বাচ্চু। মামলায় প্রধান আসামি করা হয় মিজানুর রহমানকে।

সেনবাগ থানা এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে জানা যায় সাবেক ওসি মিজানুর রহমান সাধারণ জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কে বিভিন্নভাবে মিথ্যা মামলায় অনেক কেই করেছেন সর্বশান্ত। মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

ঘটনার দীর্ঘ সময় পর, চলতি বছরের ১৯ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের স্বাক্ষরিত এক আদেশে মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি প্রধান করা হয়। এরপর ২০ মে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে একই দিন তার বিরুদ্ধে সেনবাগ থানায় দায়ের করা মামলার বিষয়টি সামনে এলে তিনি তড়িঘড়ি করে সাত দিনের ছুটিতে যান।

সেনবাগ থানার বর্তমান ওসি মো. নাজিম উদ্দিন জানান, মামলাটি রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হলেও তদন্ত চলছে এবং ওসি মিজানুর রহমান মামলার প্রধান আসামি। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই আব্দুর রউফ।

এ বিষয়ে ওসি মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। কোতোয়ালি মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা শফি কুল ইসলাম এ প্রতিবেদক কে জানান গতকাল তিনি চার্জ হস্তান্তর করে ছুটিতে গেছেন।

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে, সেটি আমার জানা ছিল না। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট